Community Champion 2021

সুফিয়া আলমের টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড লাভ

ইস্ট লন্ডন মসজিদের হেড অব প্রোগ্রামস ও মারিয়াম সেন্টারের প্রধান সুফিয়া আলম টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড লাভ করেছেন। করোনা মহামারির সময়ে মসজিদে ফুড ব্যাংক প্রতিষ্ঠা এবং শতশত পরিবারকে খাবার দিয়ে সহযোগিতার জন্য গ্রেটার লন্ডন অথোরিটি তাঁকে এই সম্মাননা অ্যাওয়ার্ডে ভুষিত করেছে। গত ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পূর্ব লন্ডনের ব্রিকলেন টি-এক্সচেঞ্জে অনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়। এসময় জিএলএ মেম্বার উমেশ দেশাই, লন্ডন টি-এক্সচেঞ্জের পরিচালক ওলিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুফিয়া আলম ২০১৪ সালে মারিয়াম সেন্টারের ম্যানেজার পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পয়েছে ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের হেড অব প্রোগ্রামস এবং মারিয়াম সেন্টারের প্রধান এর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর এই অর্জনের জন্য মসজিদের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান ও সেক্রেটারি ড. আব্দুল হাই মুর্শেদ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

HOME SECREATARY

SABINA NESSA

Maryam Centre
45 Fieldgate Street
London E1 1JU
United Kingdom